প্রতিবেদন : বুধবার পূর্ব বর্ধমান থেকে সড়কপথে কলকাতা ফেরার পথে আচমকা দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ভবিষ্যতে এধরনের কোনও ঘটনার সম্ভাবনাও যাতে না আর তৈরি হয়, বৈঠকে দেওয়া হয় সেই সতর্কবার্তা।
আরও পড়ুন-পাহাড়ের হাতছানি, হাহাকার টিকিটের
বুধবারের ঘটনা নিয়ে তদন্তের পর আদৌ নিরাপত্তায় কোনও গাফিলতি, না সমন্বয়ের অভাব— তা নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে। লোকসভা নির্বাচনের আগে একাধিক জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তাই আগে থেকেই সতর্ক রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হওয়ার আগেই কীভাবে পুলিশের মধ্যে সমন্বয় তৈরি হবে, পুলিশ প্রোটোকলে কোনও পরিবর্তন হবে কি না— তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের পাশাপাশি বৈঠকে যোগ দেন ট্রাফিকের দ্বায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরাও। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর। পাশাপাশি বৈঠকে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।