বিশ্বের প্রায় ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, মঙ্কিপক্স ছড়িয়ে পড়া রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন-অনলাইনে পতাকা
নিউ ইয়র্ক, সান ফ্রানসিস্কো-সহ দেশের বড় শহরগুলির হাসপাতালে এখনও মাঙ্কিপক্সের পর্যাপ্ত ভ্যাকসিন পৌঁছয়নি বলে অভিযোগ। যদিও দ্রুত ভ্যাকসিন দেশের সর্বত্র পৌঁছনো হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। আমেরিকায় এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটিতে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি হয়।