অনলাইনে পতাকা

এমনকী, দেশবাসী যাতে বাড়িতে দেশের পতাকা উত্তোলন করতে পারেন সেই জন্য সরকার ন্যাশনাল ফ্ল্যাগ কোড সংশোধন করেছে।

Must read

বাড়ি বাড়ি দেশের জাতীয় পতাকা (national flag) পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ভারতীয় ডাক বিভাগ। পতাকা কিনতে আর কাউকে বাজারে যেতে হবে না। বাড়িতে বসে অনলাইনে অর্ডার করলেই মিলবে জাতীয় পতাকা। পোস্ট অফিসের ই-পোর্টাল www.epostoffice.gov.in -এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দেওয়া যাবে। মাত্র ২৫ টাকা দিলেই মিলবে এই পতাকা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সব বাড়িতে পতাকা লাগানের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন-সাগরে ২১০ জনের হাতে জমির পাট্টা দিলেন মন্ত্রী

এমনকী, দেশবাসী যাতে বাড়িতে দেশের পতাকা উত্তোলন করতে পারেন সেই জন্য সরকার ন্যাশনাল ফ্ল্যাগ কোড সংশোধন করেছে। একজন ৫টি করে পতাকা অর্ডার করতে পারবেন। অর্ডার দেওয়ার পর আর তা বাতিল করা যাবে না।

Latest article