সাগরে ২১০ জনের হাতে জমির পাট্টা দিলেন মন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক প্রশাসন ও ভূমি রাজস্ব দফতরের উদ্যোগে শুক্রবার ২১০ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল।

Must read

সংবাদদাতা, সাগর :‌ দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক প্রশাসন ও ভূমি রাজস্ব দফতরের উদ্যোগে শুক্রবার ২১০ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। মোট জমির পরিমাণ প্রায় ৪৫ একর। আজ সাগরের রুদ্রনগরে পঞ্চায়েত সমিতির অফিস থেকে এই পাট্টা বিলি করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, বিডিও সুদীপ্ত মণ্ডল-সহ আধিকারিকরা। এদের মধ্যে বেশিরভাগ মানুষ কৃষি পাট্টা পেলেন। কিছু মানুষ বসতি পাট্টাও পেয়েছেন।

আরও পড়ুন-১৭ই ইস্টবেঙ্গলে মুখ্যমন্ত্রী

ব্লকের ধবলাট, হারাধানপুর, চকফুলডুবি, মন্দিরতলার ভূমিহীনরাই এদিনের পাট্টাপ্রাপক। বিডিও বলেন, বর্তমানে যে কোনওরকম সরকারি সুযোগ-‌সুবিধা পেতে গেলে জমির দলিল বাঞ্ছনীয়। কিন্তু এই মানুষগুলোর কোনও সরকারি জমির নথি না থাকায় সেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এদিনের পরে আজ কোনও সমস্যা থাকল না। ‌

আরও পড়ুন-পোলিওকে হারিয়ে সুধীরের সোনা জয়

মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, ‘‌সাগর ব্লকে গত কয়েক বছর ধরে ভূমিহীন মানুষদের পাট্টা বিতরণ করা হচ্ছে। এবারও ২১০ জনকে জমির পাট্টা দেওয়া হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনও মানুষ দীর্ঘদিন কোনও জমিতে চাষ করলে বা বসবাস করলে সেই জমির মালিকানা সেই ব্যক্তিকে দিতে হবে। ব্লক প্রশাসন দায়িত্ব নিয়ে সেই তালিকা তৈরি করেছে। ভবিষ্যতেও আমরা আরও মানুষকে পাট্টা তুলে দেব।’‌

Latest article