আজ বিকেলেই শহরে, মার্টিনেজকে কাল মোহনবাগান পদক

Must read

প্রতিবেদন : সদ্য বিশ্বকাপজয়ী কোনও ফুটবলার কখনও কলকাতায় আসেননি। এই প্রথম সেটাই হতে যাচ্ছে। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) সোমবার বিকেলে পা রাখছেন শহরে। মঙ্গলবার থেকে ঠাসা সূচি বিশ্বসেরা গোলকিপারের। দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে আয়োজনের ত্রুটি রাখছে না শতাব্দীপ্রাচীন ক্লাব। নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে, এমিকে ‘মোহনবাগান রত্ন’ স্মারক দিয়ে সংবর্ধনা।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘‘মোহনবাগান রত্ন সম্মানের স্মারক হিসেবে যে পদক দেওয়া হয়, মার্টিনেজের (Emiliano Martinez) নাম লেখা সেই পদকই দেওয়া হবে আর্জেন্টাইন তারকাকে। তবে এটা মোহনবাগান রত্ন দেওয়া ঠিক নয়। আসলে আমরা বিশেষ পদক দিয়ে সম্মান জানাব তাঁকে।’’ তবে ক্লাবের তরফে জমকালো সংবর্ধনাই দেওয়া হবে ‘দিবু’ খ্যাত বিশ্বকাপারকে। তবে জানা গিয়েছে, ক্লাবের একশো বছর পূর্তিতে যে বিশেষ ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল, সেটিও উপহার হিসেবে তুলে দেওয়া হবে মার্টিনেজের হাতে।

আরও পড়ুন- আজ শুরু উইম্বলডন, জকোভিচের সামনে ফের মাইলফলক

Latest article