জন্মভূমিতে এসেই প্রয়াত হলেন ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তী। ‘ষোলো ঘড়িকথা’ সহ অসংখ্য উপন্যাসের স্রষ্টা দেবেশকান্তি চক্রবর্তী। মঙ্গলবার দেবেশবাবুকে শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বেলা দুটো বেজে ৪০ মিনিটে আনা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘ প্রায় ২০০ কিলোমিটারের অ্যাম্বুলেন্সের ধকল নিতে গিয়ে খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন অস্ত্রোপচার করে আসা দেবেশকান্তি চক্রবর্তী, তাঁকে দিতে হয় ‘লাইফ সাপোর্ট’-ও।
আরও পড়ুন-ধোনিদের অঙ্কেই মহিলা আইপিএল
শেষমেষ ১৫ দিন যমে-মানুষে লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছেন প্রখ্যাত উপন্যাসিক, গল্পকার, লেখক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, প্রাক্তন গ্রন্থাগারিক,দক্ষ সংগঠক সর্বোপরি ঊনসত্তরের তরুণ দেবেশকান্তি চক্রবর্তী। তিনি রেখে গিয়েছেন স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা,নাতি সহআত্মীয়- স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী মানুষকে। আজ,বুধবার তাঁর নশ্বর দেহটি ময়নাতদন্তের পর স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। সৎকারের ভাবনা রয়েছে রায়গঞ্জের বন্দর শ্মশানে। বুধবার সকালে এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ একবার গুণী মানুষটিকে শেষবারের মতো দেখতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিড় জমিয়েছেন।
আরও পড়ুন-নিশীথের গ্রেফতার চাই, আওয়াজ উঠল সভায়
মঙ্গলবার রাত ১টায় মৃত দেবেশবাবুর দেহটি ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবেন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর অন্তিম শ্রদ্ধা জানাতে ক্ষণিকের জন্য শায়িত রাখা হবে। এরপরই স্থানীয় বন্দর শ্মশানে তার শেষকৃত্য হবে।