নিশীথের গ্রেফতার চাই, আওয়াজ উঠল সভায়

সোমবার মাথাঙায় ঠাণ্ডা উপেক্ষা করে পড়ন্ত বিকেলের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। যেন জনজোয়ার

Must read

সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক গ্রেফতার হবেন না কেন? এমনই প্রশ্ন নিয়ে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। সোমবার মাথাঙায় ঠাণ্ডা উপেক্ষা করে পড়ন্ত বিকেলের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। যেন জনজোয়ার। মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা যখন কেন্দ্রীয় সরকাররে বঞ্চনা এবং কেন্দ্রীয় মন্ত্রীর দুর্নীতি বিরুদ্ধে সুর চড়িয়েছেন তখনইউপস্থিত সাধারণ মানুষও দুহাত তুলে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালে শীঘ্রই মিলবে সুপার স্পেশ্যালিটি পরিষেবা

মাথাভাঙার হাজরা হাট-বাজার সংলগ্ন হরিসভার মাঠে এই সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, শুচিস্মিতা দেবশর্মা, শঙ্কর রায় বিশ্বাস, জগদীশ দফাদার, হোসেন আলি মিঞা, সঞ্জয় বিশ্বাস, দ্বিজেন বর্মন, উত্তম সরকার। এই সভা শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আলিপুরদুয়ার আদালত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু সোনার দোকানে চুরির মামলা তো শেষ হয়ে যায়নি! এটা মামলার মুখোমুখি না হয়ে পালিয়ে বেড়ানো বলে।

আরও পড়ুন-সব ভারতবাসীই হিন্দু, চাঞ্চল্যকর দাবি ভাগবতের

এই একই ইস্যুতে এদিন তুফানগঞ্জের নাককাটিগছ গ্রামপঞ্চায়েতের মুচিপাড়া কদমতলা এলাকা থেকে ধাদিয়াল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস। পদযাত্রায় পা মেলান অগুন্তি সাধারণ মানুষ। সভা থেকেই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ওঠে স্লোগান। বিরাট ব্যানার এবং ঢোল বাজিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর গ্রেফতারের দাবিতে হয় এই পদযাত্রা। ছিলেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১/বি ব্লকের সভাপতি প্রদীপ বসাক, পিন্টু হোসেন, ছট্টু রবিদাস-সহ অন্যান্য নেতৃত্ব।

Latest article