সব ভারতবাসীই হিন্দু, চাঞ্চল্যকর দাবি ভাগবতের

দ্বারভাঙার ডাঃ নগেন্দ্র ঝা স্টেডিয়ামে সংঘের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ভাগবত। সেখানেই তিনি বলেন, হিন্দুত্ব সকলকে ঐক্যবদ্ধ করে।

Must read

প্রতিবেদন : ভারতবর্ষের সমস্ত বাসিন্দাই হিন্দু। কারণ ভারতে বসবাসকারী সকলেই ভারতমাতার ছেলে বা মেয়ে। সোমবার বিহারের দ্বারভাঙায় এক অনুষ্ঠানে এই কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ভাগবত এই কথা যে প্রথম বললেন তা নয়। এর আগেও তিনি ভারতের সব বাসিন্দাকেই হিন্দু বলে উল্লেখ করেছিলেন। গুজরাত নির্বাচনের আগে ভাগবতের এই মন্তব্যে রাজনৈতিক কৌশল দেখছেন অনেকেই৷

আরও পড়ুন-ফের ছড়াচ্ছে করোনা

দ্বারভাঙার ডাঃ নগেন্দ্র ঝা স্টেডিয়ামে সংঘের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ভাগবত। সেখানেই তিনি বলেন, হিন্দুত্ব সকলকে ঐক্যবদ্ধ করে। ধর্ম আমাদের সকলের সঙ্গে ভাল ব্যবহার করার এবং নিজের কর্তব্য পালন করার শিক্ষা দেয়। এর আগে মেঘালয়ের শিলং ও ছত্তিশগড়ের সারগুজা জেলাতেও সংঘের অনুষ্ঠানে একই কথা বলেছিলেন সংঘ প্রধান। তিনি বলেছিলেন, ভারতে বসবাসকারী সকলেই হিন্দু। কারণ তাদের সকলেরই ডিএনএ এক।

আরও পড়ুন-কাঁথিতে সভা উদ্দীপ্ত পড়ুয়াদের প্রস্তুতি

তবে ভাগবতের এই মন্তব্যকে সাম্প্রদায়িক উসকানিমূলক বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে গুজরাত বিধানসভা ভোটের আগে সংঘপ্রধানের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ গুজরাতে এবার বিজেপির পক্ষে ক্ষমতায় ফেরা মুশকিল। ভুয়ো উন্নয়নের তাস আর কোনও কাজে লাগছে না। তাই নরেন্দ্র মোদির রাজ্যে ক্ষমতা ধরে রাখতে এবার সাম্প্রদায়িকতাকেই তুরুপের তাস করেছে গেরুয়া দল। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই মন্তব্য মোহন ভাগবতের।

Latest article