উত্তরবঙ্গ মেডিক্যালে শীঘ্রই মিলবে সুপার স্পেশ্যালিটি পরিষেবা

এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লকের সম্পূর্ণ পরিষেবা চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আগেই চালু হয়েছিল ওপিডি। এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লকের সম্পূর্ণ পরিষেবা চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিকারিককে নিয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

আরও পড়ুন-সব ভারতবাসীই হিন্দু, চাঞ্চল্যকর দাবি ভাগবতের

এ দিনের বৈঠকের পরে গৌতম দেব জানিয়েছেন, সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিষেবা চালু করতে আগামী ৩ ডিসেম্বর একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। এই বৈঠকে জেলাশাসক এ পুণ্ণবালাম, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক-সহ স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকাতেই সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভার্চুয়ালি উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই ওপিডি পরিষেবা চালু করতে উদ্যোগী হয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তবে পুরোপুরি ভাবে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিষেবা যাতে সাধারণ মানুষ পান সেই বিষয়েই গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যদফতর। রাজ্য সরকারের উদ্যোগে খুব শীঘ্রই মানুষ সেই পরিষেবা পাবেন।

Latest article