সংবাদদাতা, তমলুক : ১৯৭১ সাল থেকে ১৯৮১ টানা ১০ বছর এবং ১৯৯০ থেকে ২০২০ টানা আরও ৩০ বছর মিলিয়ে মোট ৪০ বছর কাঁথি পুরসভা জুড়ে ‘অধিকারীতন্ত্র’ এবার শেষ হল। কারণ সোমবার রাতে বিজেপি কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের জন্য যে প্রার্থীতালিকা প্রকাশ করেছে, তাতে অধিকারী পরিবারের নাম-গন্ধ নেই। রাজ্যের বিরোধী দলনেতার নিজের শহরের কাঁথি পুরসভার অফিসকে প্রায় চার দশক ধরে নিজেদের বৈঠকখানায় পরিণত করেছিল অধিকারীরা। দিনভর, এমনকী গভীর রাত পর্যন্ত এই পুরসভায় বসে দলীয় কাজকর্মও পরিচালনা করতেন অধিকারী অ্যান্ড কোং। এহেন অধিকারীরা পুর নির্বাচনের ঠিক মুখে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে কাঁথিজুড়ে।
আরও পড়ুন – ঐক্যের বার্তা দিয়ে মনোনয়ন পেশ
বেশ কিছুদিন আগে থেকেই অধিকারী পরিবার ঘনিষ্ঠ বিভিন্ন মিডিয়াতে বিজেপির যে সম্ভাব্য প্রার্থীতালিকা প্রকাশিত হয়েছিল, সেখানে ২১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ছিল রাজ্যের বিরোধী দলনেতার ছোটভাই সৌমেন্দু অধিকারীর। এমনকী ১৪ নম্বর ওয়ার্ডে অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী কিংবা বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন বলেও জোরালো প্রচার ছিল। কিন্তু বাস্তবে প্রার্থীতালিকায় অধিকারীদের দেখা মিলল না। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, “এবার কাঁথির ভোটে পরাজয় নিশ্চিত জেনে, হারের ভয়ে ভীত অধিকারীরা প্রার্থীতালিকা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।”