ঐক্যের বার্তা দিয়ে মনোনয়ন পেশ

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : নির্বাচনের ব্যস্ততা তুঙ্গে। মঙ্গলবার দিনভর রায়গঞ্জের কর্ণজোড়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। উপস্থিত ছিলেন কানাইলাল আগরওয়াল ও আবদুল করিম চৌধুরি। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে ১৭টি আসনে মনোনয়নপত্র পেশ করা হয়। কালিয়াগঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বসন্ত রায় মনোনয়ন জমা দিতে এসে বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত। এবারের নির্বাচনে ১৭-০ আসনে জয়ী হব।” দুপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সমবেত হন তৃণমূলের প্রার্থীরা। সেখান থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা করতে যান প্রার্থীরা। ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন আজ বুধবার। মঙ্গলবার গৌতম পাল-সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Latest article