ওয়ার্ডের হাল ধরবে তৃণমূল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : চড়ছে নির্বাচনের পারদ। জোরকদমে ময়দানে তৃণমূল কংগ্রেস (TrinamoolCongress)। মন্ত্রী থেকে নেতা-কর্মীরা সকলে ঝাঁপিয়েছেন নির্বাচনের কাজে। প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন হেভিওয়েটরা। মঙ্গলবার শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রঞ্জন সরকারের হয়ে প্রচার করেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধায়ক রাজ চক্রবর্তী। অরূপ বিশ্বাস বলেন, ‘‘১৫ নম্বর ওয়ার্ডের কোনও অভিভাবক ছিল না। তাই অভিভাবকহীন ওয়ার্ডে অভিভাবক পেতে রঞ্জন সরকারকে বেছে নেবেন বাসিন্দারা।”

আরও পড়ুন – সুযোগ দিন, উন্নয়ন হবে

শান্তি মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রচারের হুডখোলা গাড়ি এগিয়ে যায়। বাড়ির ছাদ, ব্যালকনি, সদর দরজার সামনে ছিল মানুষের ভিড়। আন্তরিকতার সঙ্গে সমর্থন মেলে প্রচারে। হাত নাড়িয়ে সাধারণ মানুষ বলেন, ‘‘আমরা আছি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে।” প্রচারে মেলে জয়ের ইঙ্গিত। কোভিড বিধি মেনে ওয়ার্ডের কয়েকশো সাধারণ মানুষ ও মহিলারা শোভাযাত্রায় অংশ নেন। হাত নাড়িয়ে, কখনও হাতজোড় করে নমস্কার জানিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের রঞ্জন সরকারকে ভোটদানের আবেদন জানান তাঁরা। এছাড়াও ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়ের হয়েও প্রচার চালান অরূপ বিশ্বাস ও রাজ চক্রবর্তী।

Latest article