ইংল্যান্ডের কাছে হার ভারতের

টি-২০ বিশ্বকাপ

Must read

কেপটাউন, ১৮ ফেব্রুয়ারি : রেণুকা শর্মা ও স্মৃতি মান্ধানার দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও মেয়েদের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গেল ভারত (England vs India)। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তুলেছিল ইংল্যান্ড। পাঁচ উইকেট নেন রেণুকা। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪০ রানে আটকে যায় ভারত। স্মৃতি ৪১ বলে ৫২ রান করেন। রিচা ঘোষ ৩৪ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

আরও পড়ুন: যতক্ষণ মনোজ, ততক্ষণই আশা

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত (England vs India)। প্রথম ওভারেই ডানি ওয়াটকে (০) আউট করে ইংল্যান্ডকে ঝটকা দেন রেণুকা। এরপর অ্যালিসা ক্যাপসি (৩) ও সোফিয়া ডাঙ্কলেকে (১০) ফিরিয়ে দেন রেণুকা। ফলে স্কোরবোর্ডে মাত্র ২৯ রান তুলতে না তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড। ওই পরিস্থিতিতে দলকে টানেন ন্যাট শিভার ও হেইথার নাইট। শিভার শেষ পর্যন্ত ৪২ বলে ৫০ রান করে আউট হন। নাইটের অবদান ২৩ বলে ২৮। তবে ইংল্যান্ড যে দেড়শোরও বেশি রান তুলেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য অ্যামি জোন্সের। তিনি মাত্র ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন। ১৫ রানে ৫ উইকেট নেন রেণুকা। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেছেন স্মৃতি। তবে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন শেফালি ভার্মা। এরপর জেমাইমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছিলেন স্মৃতি। কিন্তু ১৬ বলে ১৩ রান করে জেমাইমাও আউট হয়ে যান। হরমনপ্রীতও (৪) ব্যর্থ। রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়ে যান স্মৃতি মান্ধানাও। রিচা মরিয়া চেষ্টা চালালেও, তা কাজে আসেনি।

Latest article