সেনেগালকে উড়িয়ে শেষ আটে ইংল্যান্ড

ইংল্যান্ড ৩ সেনেগাল ০

Must read

দোহা, ৪ ডিসেম্বর : অবশেষে কাতার বিশ্বকাপে গোলের খাতা খুললেন হ্যারি কেন। ইংল্যান্ডও (Senegal vs England) পৌঁছে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। অথচ মাঠে বল গড়ানোর আগেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। পারিবারিক কারণে সেনেগালের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে যান গ্যারেথ সাউথগেটের অন্যতম সেরা অস্ত্র রহিম স্টার্লিং। ম্যাচের শুরুটাও খুব একটা ভাল হয়নি ইংল্যান্ডের। শুরুতে কয়েকটা আক্রমণ শানালেও, ধীরে ধীরে ম্যাচে জাঁকিয়ে বসছিল সেনেগাল। ইংল্যান্ডের হয়ে অবশ্য বারবার নজির কাড়ছিলেন জুড বেলিংহ্যাম। তবে ৩০ মিনিটেই প্রায় গোল হজম করতে করতে বেঁচে যায় ইংল্যান্ড। সেনেগালের বৌলায়ে দিয়ার বাঁ পায়ের শট অবিশ্বাস্য ভাবে বাঁচিয়ে দেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডন পিকফোর্ড।

আরও পড়ুন-হিজাব বিরোধী আন্দোলনের চাপে ইরানে ‘নীতিপুলিশ’ বাহিনী তুলে নিচ্ছে প্রশাসন

বরং ৩৮ মিনিটে একটি নিখুঁত প্রতি-আক্রমণ থেকে প্রথম গোল তুলে নেয় ইংল্যান্ড (Senegal vs England)। বেলিংহ্যামের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে গোল করেন জর্ডন হেন্ডারসন। খেলার গতির বিরুদ্ধে গোল হজম করে ফোকাস নড়ে গিয়েছিল সেনেগালের ফুটবলারদের। সেই সুযোগে বিরতির ঠিক আগে ফের গোল তুলে নেয় ইংল্যান্ড। এই গোলেও বেলিংহ্যামের অবদান আছে। তিনি বল বাড়িয়ে দেন ফিল ফডেনকে। ফডেনের পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন হ্যারি কেন।
ম্যাচ তখনই পকেটে পুরে ফেলেছিল ইংল্যান্ড। বিরতির পর খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ৩-০ করে ফেলেছিল ইংল্যান্ড। এবার ফডেনের পাস থেকে বল জালে জড়িয়ে দেন বুকায়ো সাকা। তিন গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া পরিবর্তন করেন সাউথগেট। ইংল্যান্ড কোচ ফডেন ও সাকাকে তুলে নিয়ে মাঠে নামিয়ে দেন জ্যাক গ্রিলিশ ও মার্কাস রাশফোর্ডকে। এর পরেও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইংল্যান্ডের কাছে। কিন্তু তা হয়নি।

Latest article