পুণে, ৮ নভেম্বর : চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের মুখ দেখল ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নরা আগেই বিদায় নিয়েছে। শনিবার ইডেনে বাবর আজমদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে নেদারল্যান্ডসকে (England-Netherlands) ১৬০ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেন বেন স্টোকসরা। বেঁচে রইল ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশাও। তাই ইডেনে জেতার জন্য মরিয়া হবেন জস বাটলাররা।
দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের জয়ের নায়ক স্টোকস। ৮৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দিলেন তিনি। ভাল ব্যাট করলেন দাভিদ মালানও। তাঁর অবদান ৭৪ বলে ৮৭ রান। মূলত এই দু’জনের জন্যই প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৩৯ রান তুলেছিল ইংল্যান্ড। ক্রিস ওকসের কথাও আলাদা করে উল্লেখ করতে হবে। শেষ দিকে ৪৫ বলে ৫১ রানের ক্যামিও খেলে দেন তিনি।
জেতার জন্য ৩৪০ রান তাড়া করতে নেমে, ইংল্যান্ডের (England-Netherlands) দুই স্পিনার মইন আলি ও আদিল রশিদের ঘূর্ণিতে ১৭৯ রানেই গুটিয়ে গেল ডাচদের ইনিংস। আদিল ও মইন দু’জনেই নিলেন তিনটি করে উইকেট। দু’টি উইকেট পান বাঁ হাতি পেসার ডেভিড উইলি। ব্যাট হাতে হাফ সেঞ্চুরির পর বল হাতে এক উইকেট নেন ওকস।
আরও পড়ুন-সুপ্রিম-শুনানি না হওয়া পর্যন্ত দিল্লিতে জোড়-বিজোড় প্রকল্প স্থগিত