সুপ্রিম-শুনানি না হওয়া পর্যন্ত দিল্লিতে জোড়-বিজোড় প্রকল্প স্থগিত

Must read

যতক্ষণ না সুপ্রিম কোর্ট বায়ুদূষণ রোধের কার্যকারিতা পর্যালোচনা করছে এবং সেই বিষয়ে আদেশ জারি করছে ততদিন জোড়-বিজোড় (Delhi odd-even rule) পদ্ধতি দিল্লিতে চালু করা হবে না। বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই একথা জানিয়েছেন। বুধবার সংবাদিক বৈঠকে রাই বলেন যে, দিল্লির সরকার জোড়-বিজোড়ের কার্যকারিতা নির্ধারণের জন্য শিকাগো-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট এবং দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত দুটি বড় গবেষণার ফলাফল জমা দেবে। শুক্রবার বিষয়টির শুনানি হবে সুপ্রিম কোর্টে।সুপ্রিম কোর্ট বায়ু দূষণ রোধে জোড়-বিজোড় স্কিমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার পরেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: দেশে বেকারত্বের হার নিয়ে মোদি সরকারকে তোপ দাগলেন অমিত মিত্র

দিল্লির সরকার ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জোড়-বিজোড় (Delhi odd-even rule) স্কিম বাস্তবায়নের ঘোষণা করেছিল। ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট এবং দ্য এভিডেন্স ফর পলিসি ডিজাইনের বিশ্লেষণ অনুসারে, ২০১৬ সালে দিল্লিতে জোড়-বিজোড় কার্যকর থাকার সময় জানুয়ারি মাসে দূষণ স্তরে ১৪-১৬ শতাংশ হ্রাস পেয়েছিল।

Latest article