পুণে, ৮ নভেম্বর : চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের মুখ দেখল ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নরা আগেই বিদায় নিয়েছে। শনিবার ইডেনে বাবর আজমদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে নেদারল্যান্ডসকে (England-Netherlands) ১৬০ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেন বেন স্টোকসরা। বেঁচে রইল ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশাও। তাই ইডেনে জেতার জন্য মরিয়া হবেন জস বাটলাররা।
দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের জয়ের নায়ক স্টোকস। ৮৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দিলেন তিনি। ভাল ব্যাট করলেন দাভিদ মালানও। তাঁর অবদান ৭৪ বলে ৮৭ রান। মূলত এই দু’জনের জন্যই প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৩৯ রান তুলেছিল ইংল্যান্ড। ক্রিস ওকসের কথাও আলাদা করে উল্লেখ করতে হবে। শেষ দিকে ৪৫ বলে ৫১ রানের ক্যামিও খেলে দেন তিনি।
জেতার জন্য ৩৪০ রান তাড়া করতে নেমে, ইংল্যান্ডের (England-Netherlands) দুই স্পিনার মইন আলি ও আদিল রশিদের ঘূর্ণিতে ১৭৯ রানেই গুটিয়ে গেল ডাচদের ইনিংস। আদিল ও মইন দু’জনেই নিলেন তিনটি করে উইকেট। দু’টি উইকেট পান বাঁ হাতি পেসার ডেভিড উইলি। ব্যাট হাতে হাফ সেঞ্চুরির পর বল হাতে এক উইকেট নেন ওকস।
আরও পড়ুন-সুপ্রিম-শুনানি না হওয়া পর্যন্ত দিল্লিতে জোড়-বিজোড় প্রকল্প স্থগিত
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…