প্রতিবেদন : আগের ম্যাচে আলবানিয়ার বিরুদ্ধে তিন গোল করেছিলেন। সোমবার রাতে সান মারিনোর বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করলেন হ্যারি কেন! শুধু তাই নয়, এবার তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে চার-চারটি গোল! ইংল্যান্ডও দুর্বল প্রতিপক্ষকে ১০-০ গোলে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিল। প্রসঙ্গত, ১৯৬৪ সালে আমেরিকাকে ১০ গোল দিয়েছিল ইংল্যান্ড। ৫৭ বছর আগের সেই স্মৃতি উসকে দিলেন কেনরা। টটেনহ্যাম হটস্পারের হয়ে এবারের প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি কেনকে। তবে জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ ফর্মে রয়েছে ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেই নেই করে ১২টি গোল করে ফেললেন তিনি। এদিন কেন ছাড়াও ইংল্যান্ডের হয়ে গোল করেছেন হ্যারি ম্যাগুয়ের, এমিল স্মিথ রো, টায়রন মিংস, বুকায়ো সাকা ও ট্যামি আব্রাহাম। একটি গোল আত্মঘাতী। যা করেন সান মারিনোর ডিফেন্ডার ফিলিপ্পো ফ্রাবি। এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের মূলপর্বে উঠে গেল ইংল্যান্ড।
আরও পড়ুন : হাইকোর্ট না বললে বিজ্ঞপ্তি নয়
এদিকে চোটের জন্য আর্জেন্টিনা ম্যাচে নেই নেইমার। মেসি-নেইমার দ্বৈরথ দেখার জন্য অপেক্ষা বাড়ল ফুটবলপ্রেমীদের। ভারতীয় সময় বুধবার ভোরে বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে লিওনেল মেসি শুরু থেকে খেললেও, বাঁ উরুর মাংসপেশির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার দ্য সিলভা।
সোমবার ব্রাজিলের শিবিরে প্র্যাকটিস করার সময় নেইমারের এই চোট ধরা পড়ে। দলের চিকিৎসকরা মনে করছেন নেইমারের বিশ্রামের প্রয়োজন। নইলে ভবিষ্যতে এই চোট গুরুতর হয়ে উঠতে পারে। এর পরেই নেইমারকে আর্জেন্টিনা ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর পরিবর্তে ব্রাজিলের প্রথম একাদশে ঢুকতে পারেন ভিনিসিয়াস জুনিয়র অথবা ফিলিপে কুটিনহোর মধ্যে যে কোনও একজন। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর ব্রাজিল ও আজের্ন্টিনার প্রথম সাক্ষাৎকার ভেস্তে গিয়েছিল অভূতপূর্ব ভাবে। আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড বিধি অমান্য করায়, সেদিন ম্যাচের মাঝপথেই পুলিশি হস্তক্ষেপে ম্যাচ বন্ধ হয়ে যায়। এই চার আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে ব্রাজিলে এসে নিভৃতাবাসে না থেকেই সরাসরি মাঠে নেমে পড়ার। যা নিয়ে সেই সময় প্রচুর জলঘোলা হয়েছিল। এদিকে, উরুগুয়ের বিরুদ্ধে আগের ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে শেষ পনেরো মিনিট খেলেছিলেন মেসি। তবে ব্রাজিল ম্যাচে নিজের সেরা অস্ত্রকে শুরু থেকেই মাঠে নামিয়ে দিতে চাইছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের মূলপর্ব পাকা করে ফেলেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল ম্যাচে জয় মানেই, কাতারের টিকিট অনেকটাই পাকা করে ফেলা।