হাওড়ায় ডেঙ্গি রুখতে সেল

Must read

 

সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গির প্রকোপ রুখতে এবার শহরের বেসরকারি চিকিৎসকদের শামিল করছে হাওড়া কর্পোরেশন। এই ব্যাপারে শহরের বেসরকারি চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক করেন হাওড়ার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। বৈঠকে হাওড়া শহরের ৭০ জন বেসরকারি চিকিৎসক যোগ দিয়েছিলেন। এমনিতে সুজয়বাবু নিজেও একজন বিশিষ্ট চিকিৎসক। ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ রুখতে তিনি সমস্ত বরো ধরে ধরে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ও কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। এলাকায় ঘুরে ঘুরে মশা নিধনের কাজ তদারকি করছেন। এলাকায় ব্লিচিং ছড়ানো, মশা মারার তেল ঠিকঠাক স্প্রে করা হচ্ছে কি না তা নজরে রাখছেন। পাশাপাশি ডেঙ্গি হলে কী কী করণীয় তাও পাড়ায় পাড়ায় কর্পোরেশনের পক্ষ থেকে বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে। কর্পোরেশনের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডেঙ্গির চিকিৎসার জন্য বিশেষ ইউনিট খোলা হয়েছে। কর্পোরেশনের মেডিক্যাল অফিসারদের সঙ্গেও নিয়মিত কথা বলে খোঁজখবর রাখছেন সুজয়বাবু। এবার ডেঙ্গির মোকাবিলায় তিনি শহরের বেসরকারি চিকিৎসকদেরও যুক্ত করতে উদ্যোগী হলেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয় উঠে আসে। এর মধ্যে বিভিন্ন জায়গায় খোলা অবস্থায় জল জমে থাকা আটকানোর বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকা খোলা জলের জায়গাগুলিকে ডেঙ্গির আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও শহরের নিচু জায়গা, ফাঁকা মাঠ যেখানে জমা জলে মশার লার্ভা জন্মানোর সম্ভাবনা রয়েছে, সেখানে বালি ফেলে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। নির্মীয়মাণ বহুতলগুলিতেও যাতে জল জমে থাকতে না পারে তার জন্য তল্লাশি অভিযান শুরু হচ্ছে।

Latest article