নিভৃতাবাসে ইংল্যান্ড কোচ

তাই আগামী বুধবার থেকে শুরু হতে চলা চলতি অ্যাসেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ড্রেসিংরুমে থাকতে পারছেন না কোচ ক্রিস সিলভারউড।

Must read

মেলবোর্ন : কোভিড আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। তাই আগামী বুধবার থেকে শুরু হতে চলা চলতি অ্যাসেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ড্রেসিংরুমে থাকতে পারছেন না কোচ ক্রিস সিলভারউড। তাঁকে পরিবারের সঙ্গে আগামী ১০ দিন নিভৃতাবাসে কাটাতে হবে। তবে জো রুটদের কোচের করোনা হয়েছে কি না, তার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুন-শামি বিশ্বের সেরা তিন বোলারের একজন : বিরাট

একেই প্রথম তিন টেস্ট হেরে অ্যাসেজ হাতছাড়া। তার ওপরে কোচের এই ঘটনায় আরও চাপ বাড়ল রুট বাহিনীর। এদিকে, কোভিড আক্রান্ত হলেন অ্যাসেজের ম্যাচ রেফারি ডেভিড বুন। ফলে সিডনিতে হতে চলা চতুর্থ টেস্টে তিনিও থাকতে পারছেন না। বুনের পরিবর্তে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নার্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বৃহস্পতিবার এক প্রেসবার্তায় জানানো হয়েছে, ‘ডেভিড বুন মেলবোর্নেই আছেন। আগামী ১০ দিন তিনি নিভৃতাবাসে থাকবেন।’

Latest article