ইংল্যান্ড-জার্মানি ৩-৩ ড্র, হাঙ্গেরিকে হারিয়ে শেষ চারে গেল ইতালি

কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতে ব্যর্থ হয়েছিল। সেই ইতালিই উয়েফা নেশনস কাপের সেমিফাইনালে উঠে গেল।

Must read

বুদাপেস্ট ও লন্ডন, ২৭ সেপ্টেম্বর : কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতে ব্যর্থ হয়েছিল। সেই ইতালিই উয়েফা নেশনস কাপের সেমিফাইনালে উঠে গেল। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট ছিনিয়ে নেয় আজ্জুরিরা। হাঙ্গেরি ম্যাচটা ড্র করলেই সেমিফাইনালে উঠে যেত। কিন্তু ২৭ মিনিটেই জিয়াকোমো রাসপাদোরির গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিমার্কো।

আরও পড়ুন-শিশুচুরির অভিযোগে

এই গ্রুপের অন্য একটি ম্যাচে ৩-৩ ড্র করেছে ইংল্যান্ড ও জার্মানি। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর, ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ইলখাই গুন্ডোয়ান। ৬৭ মিনিটে কাই হাভার্ৎজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জার্মানি। তবে ৭২ মিনিটে ব্যবধান কমান ইংল্যান্ডের লিউক শ। তিন মিনিট পরেই ২-২ করে দিয়েছিলেন মেসন মাউন্ট। এরপর ৮৩ মিনিটে পেনাল্টি গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। কিন্তু শেষরক্ষা হয়নি। চার মিনিট পরেই জার্মানির হয়ে ৩-৩ করে দেন হাভার্ৎজ।

Latest article