প্রতিবেদন : শারদোৎসব। হয়তো আপনি রাস্তায় বেরচ্ছেন। হয়তো ঠাকুর দেখছেন। হয়তো রেস্তোরাঁয় খাচ্ছেন।
নিশ্চয় আপনি এই উৎসবের মরশুমে একটু আনন্দ করতেই পারেন। কিন্তু রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফে বারবার বলা হচ্ছে, করোনা বিধি মানুন। সাবধানে থাকুন। এমনভাবে আনন্দ করবেন না যাতে পুজোর পরেই হাসপাতালে যেতে হয়। মাস্ক ব্যবহার করুন। স্যানিটাইজার রাখুন। দূরত্ব বজায় রাখুন। এবং যতটা সম্ভব কম বেরনোই ভাল।
আরও পড়ুন : সবচেয়ে প্রাচীন, রাজধানীর এই সাবেকি পুজোয় অতিথি হয়ে এসেছিলেন নেতাজি
শারদোৎসব নিশ্চয়ই পালিত হবে। পুজো-অর্থনীতি চালু রাখা বিশেষভাবে জরুরি। কিন্তু তার জন্য কোনও ঝুঁকি নেবেন না। যদি কোথাও ভিড় দেখেন, একটু অপেক্ষা করুন। শারীরিক দূরত্ব রাখুন। বাংলাজুড়ে মানুষ মায়ের আবাহনে মজেছেন। আকাশের দিকেও নজর থাকছে। বৃষ্টির আশঙ্কাও থাকছে। তবে সপ্তমীর থেকে অষ্টমীতে বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : বাংলা থেকে প্রধানমন্ত্রীর অপেক্ষায়
সোমবার থেকেই পুরোদস্তুর উৎসব শুরু হয়েছে। উদ্বোধনপর্ব শেষ। বেশ কিছু পুজো ও মণ্ডপ ঘিরে দর্শকের আগ্রহ। লকডাউনের ধাক্কা কাটিয়ে ছোট ছোট বিক্রেতারাও ব্যবসা শুরু করেছেন। বহু এলাকায় বাড়তি আকর্ষণ ‘জাগোবাংলা’র স্টল। ক্রেতারা যাচ্ছেন। কোথাও কোথাও এসইউসি বা সিপিএমের স্টল আছে। আলোকসজ্জা নজর কাড়ছে। পুলিশ সব সামলাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন এলাকাগুলিতে মানুষের পাশে থাকার কাজও চলছে। সেসব এলাকাতেও বেশ কয়েকটি পুজোর আয়োজন হয়েছে। প্রশাসন পুরোপুরি সহযোগিতা করছে। মানুষ সবরকম পরিষেবা পাচ্ছেন।