পুজোর থিমে রাখি পরিয়ে সংবর্ধনা

Must read

মানস দাস, মালদহ : রাখি পরিয়ে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবের এই ছবি এবার মালদহের ইংলিশবাজারের দিলীপ স্মৃতি সংঘের পুজোর থিমে। ৭১তম বর্ষে তাঁদের থিমের নাম ‘বোধনে বন্ধন’। দর্শনার্থী টানতে কবি শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’-র ট্যাগ লাইন দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ আমন্ত্রণপত্রের প্রথম পাতায়। প্যান্ডেল জুড়ে রাখির উপরেই সব মডেল থাকছে। মণ্ডপে ঢুকলেই দেখা যাবে একজন হিন্দু মহিলা মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরাচ্ছেন।

আরও পড়ুন : উৎসবে করোনা বিধি মেনে চলুন, আনন্দ করুন নিজেদের বাঁচিয়ে

একইভাবে দেখা যাবে একটি বোন তাঁর ভাইকে, একজন শহরের স্কুল ছাত্রী ভিক্ষুকের ছেলেকে, একজন সিভিক মহিলা ভলান্টিয়ার টোটোচালকের হাতে রাখি বাঁধছেন। মাটির তৈরি মডেল হলেও টোটো সাজিয়ে রাখা হবে। এছাড়াও অঙ্কনের আকারে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে কাপড় বেঁধে দিচ্ছেন ইত্যাদি পৌরাণিক দৃশ্যের কাহিনি কাপড়ের হোর্ডিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে। সংঘের সভাপতি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাযোদ্ধাদের রাখি পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন, এরকম মডেলও থাকবে।

Latest article