রওনা কর্মীদের, প্রতি স্টেশনে আপ্যায়নের আয়োজন

২১শের সভায় যোগ দিতে প্রত্যেক জেলা থেকেই কলকাতার উদ্দেশে রওনা দেওয়া শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

Must read

ব্যুরো রিপোর্ট : ২১শের সভায় যোগ দিতে প্রত্যেক জেলা থেকেই কলকাতার উদ্দেশে রওনা দেওয়া শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শহিদ দিবসে শোভাযাত্রার মাধ্যমে যোগ দিতে চলেছেন শিলিগুড়ির তৃণমূল কর্মীরা। ইতিমধ্যেই রওনা হয়েছেন একাধিক কর্মী ও নেতৃত্ব। কর্মীদের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে একদিকে নিউ জলপাইগুড়ি স্টেশন ও কলকাতার শিয়ালদহ ও হাওড়া স্টেশনে ক্যাম্প তৈরি করা হচ্ছে। কর্মীদের জল ও খাবার সেই ক্যাম্প থেকেই দাওয়া হবে।

আরও পড়ুন-গীতাঞ্জলি স্টেডিয়াম ঘুরে দেখলেন অভিষেক, সঙ্গে মন্ত্রী ও নেতৃবৃন্দ

সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশনে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের উদ্বোধন হয়। এছাড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়ের বিশেষ উদ্যোগে এবার চা-বাগান থেকে শুরু করে আদিবাসী নৃত্যের ধামসা মাদল প্রায় সবটাই জায়গা করে নিয়েছে তৃণমূলের শোভাযাত্রায়। চা-বাগানের মহিলাদের বিশেষ পোশাক পরে চা পাতা তোলার ঝুড়ি পিঠে নিয়ে শোভাযাত্রায় উপস্থিত থাকবেন শিলিগুড়ির মহিলা তৃণমূল কর্মীরা। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কুন্তল রায় বলেন, প্রায় ১৫ হাজার কর্মী নিয়ে আমরা ২১শে জুলাই অংশগ্রহণ করব। চা-বাগান থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরা হবে আমাদের শোভাযাত্রায়।

আরও পড়ুন-ভোট দিতে এসে কেউ তুললেন সেলফি, কেউ আড্ডায়

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষের নেতৃত্বে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার উদ্দেশে রওনা দেন দলের নেতা-কর্মীরা৷ সোমবার সন্ধ্যায় রাধিকাপুর এক্সপ্রেসে রওনা দেন তাঁরা। পুরপ্রধান রামনিবাস সাহা, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার স্টেশনে উপস্থিত ছিলেন। নিউ কোচবিহার স্টেশন থেকে শিয়ালদহগামী ট্রেনগুলোতে চেপে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রওনা দেন। এদিন কর্মীদের জন্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নিউ কোচবিহার স্টেশনে অস্থায়ী ক্যাম্প খোলা হয়। তাঁদের শুকনো খাবার তুলে দেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী।

Latest article