সিসোদিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক পদক্ষেপ করে চলেছে।

Must read

প্রতিবেদন : আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির নতুন অভিযোগ দায়ের করল সিবিআই। দেশের হাজার দেড়েক মানুষের মোবাইলে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ উঠলেও অপরাধীকে খোঁজার কোনও চেষ্টা করেনি মোদি সরকার। কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক পদক্ষেপ করে চলেছে। সরকারি আধিকারিক ও বিরোধী দলের নেতাদের উপর গোপনে নজরদারি চালানোর অভিযোগে বৃহস্পতিবার সিসোদিয়ার বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করল সিবিআই।

আরও পড়ুন-স্বতন্ত্র অবস্থান বজায় রেখেই চলবে দল

দিল্লি সরকারের বিভিন্ন বিভাগের মাধ্যমে এই রাজনৈতিক গোয়েন্দাগিরি চালানোর অভিযোগে আপ নেতার বিরুদ্ধে মামলা করার জন্য সিবিআই কেন্দ্রের অনুমতি চেয়েছিল। ২২ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে সেই অনুমতি দেওয়া হয়। আম আদমি পার্টির (আপ) ফিডব্যাক ইউনিট সম্পর্কিত একটি গুপ্তচরবৃত্তি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে এফআইআর দায়ের করেছে। এই নতুন এফআইআরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টার নামও রয়েছে। সিসোদিয়ার বিরুদ্ধে এই দ্বিতীয় এফআইআরে অভিযোগ করা হয়েছে, আপ ২০১৬ সালে একটি ফিডব্যাক ইউনিট তৈরি করেছিল।

Latest article