ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার

জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না।

Must read

প্রতিবেদন : উপত্যকায় আগেই ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। এবার জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানালেন, দেশের অন্যান্য রাজ্যের মতো এখন থেকে জম্মু কাশ্মীরেও বসবাসকারী ভিন রাজ্যের মানুষও ভোটাধিকার পাবেন। তবে কমিশনের এই ঘোষণায় রীতিমতো ক্ষুব্ধ সেখানকার রাজনৈতিক দলগুলি। তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে বেতন অমিল স্বাস্থ্যকর্মীদের

জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। জম্মু ও কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এছাড়া বাইরে থেকে আসা চাকুরিজীবী এবং পড়ুয়ারাও ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে উপত্যকার ভোটার তালিকায় ২৫ লক্ষ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে একেবারেই নারাজ ভূস্বর্গের রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন-জীবন্ত পোড়ানো হল শিক্ষিকাকে

এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি ট্যুইট করেন, জম্মু ও কাশ্মীরের আসল ভোটারদের সমর্থন নিয়ে বিজেপি অনিশ্চয়তায় ভুগছে। সে কারণে আসন পাওয়ার লক্ষ্যে বাইরে থেকে ভোটার আনার এই উদ্যোগ। মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিলে এই সমস্ত কোনও কিছুই বিজেপির কাজে আসবে না।

Latest article