Categories: জাতীয়

দিল্লি বিল পাশ হলেও রাজ্যসভায় আপত্তির যুক্তি তুলে ধরল ইন্ডিয়া

নয়াদিল্লি: রাজ্যসভার ভোটাভুটিতে (পক্ষে ১৩১-বিপক্ষে ১০২ ভোট) হেরে গেলেও দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল শাসন সংশোধন বিল নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ তুলে ধরল ইন্ডিয়া জোট। সোমবার রাজ্যসভায় দুপুর ২টোর পর দিল্লি বিল নিয়ে আলোচনা শুরু হয়। মোট ৩৪ জন সাংসদ আলোচনায় বক্তব্য রাখেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করার পর প্রথম বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি।

আরও পড়ুন-কাশ্মীরে অনুপ্রবেশ রুখল নিরাপত্তা বাহিনী

তৃণমূলের তরফে বক্তব্য রাখেন রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ও মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়। দিল্লি বিলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা খর্ব করে আমলাতন্ত্রের গুরুত্ব বৃদ্ধির কথা বলা হয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। বিল নিয়ে যে সব দল কেন্দ্রকে সমর্থন করেছে তাদের সতর্ক করে দিয়ে কংগ্রেসের সিংভি বলেন, আজ যারা সমর্থন করছেন কাল তাঁদের উপরেও আঘাত আসতে পারে। এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এই বিল দিল্লির মানুষ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও বিধানসভাভিত্তিক গণতন্ত্রের ওপর আঘাত। দুই আমলার হাতে মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি।

আরও পড়ুন-মণিপুর তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, তিনজন মহিলা বিচারপতির নেতৃত্বে

তৃণমূলের তরফে মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় আইন এবং সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে এই বিলের বিরোধিতা করেন। এই বিলকে সংবিধানবিরোধী বলে মন্তব্য করে তিনি বলেন, এই বিল অনুযায়ী মুখ্যমন্ত্রীর হাতে কোনও ক্ষমতা থাকবে না। অথচ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন। সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। ফলে মানুষের ইচ্ছাই সব। তিনি আরও বলেন, মানুষের ইচ্ছার প্রকাশ হয় নির্বাচিত সরকারের মাধ্যমে। সেই সরকারের মুখ্যমন্ত্রীর ক্ষমতা খর্ব করে মানুষের ইচ্ছাকে লঘু করে দেওয়া হয়েছে। আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি দিল্লিকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দিতে বিল এনেছিলেন। এই বিল তার উপর আঘাত। তাঁর প্রশ্ন, এমন কী হল, যার জন্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যেতে হল?

আরও পড়ুন-মণিপুর ইস্যুতে তিনমাসের অস্বস্তি কাটবে কীভাবে? তীব্র খোঁচা দিল তৃণমূল, আজ থেকে অনাস্থা বিতর্ক

বিলের পক্ষে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাজ্যসভার মনোনীত সদস্য রঞ্জন গগৈ-এর বক্তব্য চলাকালীন ‘মি টু’ আন্দোলনে গগৈয়ের নাম জড়ানোয় ওয়াকআউট করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সপা সাংসদ জয়া বচ্চন, উদ্ধব ঠাকরে শিবিরের প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং এনসিপির বন্দনা চৌহান।

আরও পড়ুন-বিয়েবাড়িতে অপচয় রুখতে প্রস্তাব, লোকসভায় নয়া প্রাইভেট বিল পেশ

আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বেড়ে উঠেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোসুলভ আচরণ করছেন না। এদিন ফের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে বাদানুবাদ হয় ডেরেকের। বিলের বিপক্ষে ভোট দিতে সোমবার হুইলচেয়ারে করে সভায় আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago