কাশ্মীরে অনুপ্রবেশ রুখল নিরাপত্তা বাহিনী

সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল দুই জঙ্গি।

Must read

২৪ ঘণ্টার মধ্যেই পরপর দুবার বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুপওড়ায়ার পর এবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে এনকাউন্টারে ফের এক জঙ্গিকে নিকেশ করল সেনা। সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করলে তা রুখে দেয় নিরাপত্তা বাহিনীগুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আহত আরও এক জঙ্গি।

আরও পড়ুন-মণিপুর তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, তিনজন মহিলা বিচারপতির নেতৃত্বে

নিহত জঙ্গির কাছ থেকে একে ৪৭ রাইফেল, ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ৫টি ৯ এমএম পিস্তল, ১টি ১৫ এমএমের পিস্তল ও প্রচুর বুলেট উদ্ধার করা হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল দুই জঙ্গি। নিরাপত্তা বাহিনীর নজরে আসতেই অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করে, অপর জঙ্গিও গুলির আঘাতে আহত হয়েছে।আরও কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তার তল্লাশি শুরু করেছে পুলিশ।

Latest article