প্রতিবেদন : আইএফএ মোহনবাগানের অনুরোধ না মানায় পরিত্যক্ত হয়ে গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি। বড় ম্যাচ খেলার জন্য বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল দল নামালেও মোহনবাগান টিম পাঠায়নি। ইস্টবেঙ্গলের কোচ, ফুটবলাররা অবশ্য নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন। ম্যাচ কমিশনার তাঁদের ঘণ্টাখানেক অপেক্ষা করতে বলেন। যদিও মোহনবাগান দল না পাঠানোয় ডার্বি পরিত্যক্ত হয়ে যায়। এটা প্রত্যাশিতই ছিল। মোহনবাগান যে দল নামাবে না, গত কয়েকদিনের চিঠি চালাচালি ও ডামাডোলে পরিষ্কারই হয়ে গিয়েছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত মোহনবাগানের দাবি-অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, সংস্থার সংবিধান অনুযায়ী ওয়াকওভার পাবে ইস্টবেঙ্গল। পয়েন্টও কাটা যেতে পারে। সিদ্ধান্ত নেবে লিগ কমিটি। ডার্বিতে ওয়াকওভার এই প্রথম নয়। এর আগে ইস্টবেঙ্গল পাঁচবার ও মোহনবাগান তিনবার ওয়াকওভার পেয়েছে।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে পৌঁছল ডায়মন্ড হারবার দল, আই লিগ তৃতীয় ডিভিশন
ডার্বিতে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে এভাবে লিগ শেষ করায় বৃহস্পতিবার ফের আইএফএ-র বিরুদ্ধে তোপ দেগে চিঠি দিয়েছে মোহনবাগান। ক্লাব লিখিতভাবে তাদের জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে কোনও ডার্বিতে আইএফএ-কে তাদের অনুমোদিত ক্লাবের জন্য বরাদ্দ টিকিট পাঠাবে না। মোহনবাগান ক্লাব সরাসরি ক্লাবগুলোর কাছে টিকিট পাঠিয়ে দেবে। ডার্বি ইস্যুতে আইনি পথে যাওয়ার রাস্তা খোলা রেখে মোহনবাগান সুপার জায়ান্টের তরফে বলা হয়েছে, ক্লাব আইএফএ-কে ডার্বি নিয়ে মোট সাতটা চিঠি দিয়েছে। অনেক আগে প্রথম চিঠিতে জানিয়ে দেওয়া হয়, ২৪ নভেম্বরের মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগ শেষ করার জন্য। কিন্তু ডার্বি-সহ মোহনবাগানের বাকি থাকা কোনও ম্যাচই আয়োজন করা হয়নি এই সময়ের মধ্যে। তার উপর মোহনবাগানের অসুবিধা বিবেচনা না করে যেভাবে একতরফাভাবে ডার্বির দিন চূড়ান্ত করা হয়েছে, তা দেখে অবাক হয়েছে ক্লাব।
আরও পড়ুন-সুরাটের অগ্নিকাণ্ডে কারখানা থেকে অবশেষে উদ্ধার সাতজনের দেহ
মোহনবাগান সচিব দেবাশিস দত্তের অভিযোগ, ‘‘ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দিতেই ডার্বির সূচি। তার উপর আইএফএ-র সংবিধান অনুযায়ী নাকি কলকাতা লিগ চলাকালীন অন্য স্থানীয় লিগ খেলা যায় না। তাহলে ইস্টবেঙ্গল কীভাবে ইন্ডিপেন্ডেন্টস কাপ খেলল? ওই ক্লাবকে তো সাসপেন্ড করা উচিত! ক্ষমতা থাকলে মোহনবাগানকে ছাড়া কলকাতা লিগ, শিল্ড আয়োজন করে দেখাক আইএফএ।’’