লক্ষ্মী পুজোয় মাতল লাল মাটির দেশ , বিস্ফোরণ ব্যরাকপুরে

Must read

প্রতিবেদন : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেবীর আরাধনা করলেন আদিবাসী মহিলারা। ধানের ছড়া, আলপনা, ভোগে হল পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিলিত কণ্ঠে ধন্যবাদ জানালেন ওই মহিলারা। বাঁকুড়া-সহ রাজ্যবাসী সাক্ষী থাকল অন্য এক লক্ষ্মীপুজোর। উপস্থিত বাঁকুড়া সাংগঠনিক জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত, ধীরেন লায়েক, স্বপন মণ্ডল, পরমেশ্বর কুন্ডু, শংকর চক্রবর্তী প্রমুখ।

আরও পড়ুন : মানুষের ভিড় থেকে ভূমিপুত্র প্রসঙ্গ , সমস্ত কেন্দ্রেই প্রচারে ঝড় তৃণমূল কংগ্রেসের

আবার এই জেলার অন্য প্রান্ত মেতেছে গজলক্ষ্মীর আরাধনায়। পাঁচটা লক্ষ্মীপুজোর সঙ্গে মেলে না বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের রামকানালি গ্রামের লক্ষ্মীপুজোর ধরনধারণ। পেঁচা নয়, ‘গজরাজ’ হাতির ওপর থাকেন মা। ১২৩ বছর ধরে চলে আসছে এই রীতি। এমন শুভ দিনে অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে।ব্যরাকপুরে বিস্ফোরণের ঘটনায় জখম হন দু’জন। ভেঙে পড়ে বাড়ির সিলিং। বারাকপুরের কালিয়ানিবাস এলাকার ঘটনা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। বিস্ফোরণের পরেও কীভাবে অক্ষত রয়েছে গ্যাসের সিলিন্ডার তা নিয়ে রহস্যদানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article