মুম্বই, ১৮ অক্টোবর : ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানা শেষ হতে চলেছে। চলতি টি-২০ বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী। বিরাটদের হেড স্যারের পরবর্তী অ্যাসাইনমেন্ট কী, তা নিয়ে জল্পনা চলছে। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, শাস্ত্রীকে ভবিষ্যতে এনসিএ-র কাজেও লাগাতে চায়। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, সেটা শুধু কথার কথা ছিল। দু’জনের সম্পর্কের যে রসায়ন, তাতে কোচের পদে না থাকলে সৌরভ জমানায় অন্তত শাস্ত্রীকে আর কোনও গুরুদায়িত্বে নাও দেখা যেতে পারে।
তাহলে শাস্ত্রীর পরবর্তী গন্তব্য কোথায়? জানা যাচ্ছে, বিরাটদের কোচ ফিরতে পারেন তাঁর পুরনো পেশায়। ধারাভাষ্যের চেনা পিচে প্রত্যাবর্তন তাঁর প্রথম পছন্দ। দ্বিতীয় সম্ভাবনা হল, কোচিং বা মেন্টরের দায়িত্ব। ধারাভাষ্য ছাড়া আইপিএলে কোনও একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচ বা মেন্টরের দায়িত্ব নিতে তিনি আগ্রহ দেখাতে পারেন বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন : দেওয়াল চাপা পড়ে মৃত প্রৌঢ়া
শাস্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্র বলছে, জীবনের গতি একটু কমাতে চাইবেন। ৪২ বছর ধরে টানা ঘুরে বেড়াতে হয়েছে। প্রথমে ক্রিকেটার, তারপর ধারাভাষ্যের কাজ এবং শেষে কোচিং। তাই আপাতত কিছুদিন বিদেশ ভ্রমণ এড়াতে চাইবেন। তবে একটি সম্প্রচারকারী চ্যানেলের উচ্চপদস্থ কর্তা বললেন, ‘‘রবি শাস্ত্রীর মতো ধারাভাষ্যকার ক্রিকেট ধারাভাষ্য থেকে বেশিদিন দূরে থাকতে পারবেন বলে মনে হয় না। হয়তো একটু বেছে কাজ করবেন। ধারাভাষ্যে ফিরলে ওঁকে লাল কার্পেটে স্বাগত জানানো হবে। আপনারাই বলুন, ওই বিখ্যাত কণ্ঠ আর ক’জনের আছে!’’
তবে শাস্ত্রী নতুন করে জাতীয় দলের কোচিং স্টাফে আসতে না চাইলেও ভারতীয় দলে তাঁর সহকারীরা ফের বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। শোনা যাচ্ছে, বিরাটদের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ভারতের কোচ হতে চেয়ে আবেদন করতে পারেন।