শুধু বিরাট নয়, কাপ জিততে হবে সবার জন্য: গম্ভীর

Must read

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : এটা শুধু একা বিরাট কোহলির বিষয় নয়, এটা বিশ্বকাপ জয়ের ব্যাপার। বলে দিলেন গৌতম গম্ভীর। গম্ভীরের একদা সতীর্থ সুরেশ রায়না ভারতীয় দলের কাছে আবেদন করেছিলেন, ‘‘টি-২০ ক্রিকেটে এই শেষবার নেতৃত্ব দেবে বিরাট। ওর জন্যই ট্রফি জিততে হবে।’’

একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে গম্ভীর এই প্রসঙ্গে বলেন, ‘‘আমি জানি বিরাট বিশ্বকাপ জেতার জন্য সর্বতোভাবে চেষ্টা করবে। গোটা দল এই লড়াইয়ে বিরাটের পাশে থাকবে। কারণ, ১৪ বছর এই ট্রফি জেতেনি ভারত। ফলে সবাই চাইবে অপেক্ষার শেষ হোক।” তিনি এরপর বলেন, শুধু বিরাট শেষবার টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছে বলে সবাই ট্রফি জিততে চাইবে, এমন নয়। সবাই নিজের তাগিদেই মরুদেশে বিশ্বকাপ জিততে চাইবে।

আরও পড়ুন : শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত

এদিকে, ২০০৭-এ ভারত যখন টি-২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলের অধিনায়ক ছিলেন ধোনি। যিনি এখন বিরাট কোহলির দলের মেন্টর। গম্ভীর বলেছেন, ‘‘বিশ্বকাপ সম্পূর্ণ অন্য ব্যাপার। এই দলের অনেকেরই এটা প্রথম বিশ্বকাপ। আমি নিশ্চিত, ধোনি ওর এতদিনের অভিজ্ঞতা শেয়ার করবে।” ধোনি অবশ্য এরপর ২০১১-তে ৫০ ওভারের বিশ্বকাপও জিতেছেন। দুটি ক্ষেত্রেই ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম সেরা স্তম্ভ ছিলেন গম্ভীর।

তবে গম্ভীর এটা মেনে নিয়েছেন যে, টি-২০ বিশ্বকাপে শেষবার অধিনায়ক হিসাবে নেমে বিরাট ট্রফি জেতার চেষ্টা করবেন। সতীর্থরাও তাঁর পাশে থাকবেন। ট্রফি জিতে নেতৃত্ব ছাড়তে পারলে সেটা বিরাটের জন্য দারুণ ব্যাপার হবে।

Latest article