বিজেপিকে হারাতে একজোট হতে হবে সবাইকে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচি মেনে বুধবার বিকেল সাড়ে চারটে দশ জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে যান বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বৈঠক ইতিবাচক হয়েছে। সোনিয়া গান্ধীর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিরোধী ঐক্য এবং ইদানিংকালে সবচেয়ে চর্চিত পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা হয়।” তৃণমূল সুপ্রিমো জানান, “বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে। এখানেই সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি বিরোধী মুখ হিসেবে তাঁকেই কি দেখা যাবে? উত্তর মমতা বলেন, “আমি লিডার নই, ক্যাডার”।
আরও পড়ুন-সংসদে আরও সক্রিয় হতে হবে সাংসদদের বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মমতা প্রশ্ন তোলেন, সংসদে কেন পেগাসাস নিয়ে উত্তর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? সেখানেই জনগণের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে। এই বৈঠকে যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বিজেপির বিরোধিতায় একজোট হতে হবে সবাইকে। ২০২৪-কে তিনি ‘Hope 24’ বলে আখ্যা দেন। এই বৈঠকের পর আলোচনা প্রসঙ্গে অত্যন্ত সদর্থক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।