সংসদে অভিষেকের প্রশ্নবাণে বিদ্ধ কেন্দ্র

Must read

পেগাসাস ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই আবহে এবার সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলিতে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি (FRT) ব্যবহার নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে লিখিত প্রশ্ন করে সরকারের কাছে অভিষেক জানতে চান, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার কি সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘন নয়? আধারের ক্ষেত্রেও কি সরকার এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে?

আরও পড়ুন: ২০২৪-কে ‘Hope 24’ বলে আখ্যা, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের রাজ্য মন্ত্রী রাজীব চন্দ্রশেখর অবশ্য আধারের সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারের তথ্য পুরোপুরি খারিজ করে দেন। এবং জানান আধারের ক্ষেত্রে শুধুমাত্র ফেস অথেন্টিকেশন এবং বায়োমেট্রিক ব্যবহার করা হচ্ছে।

Latest article