লোকসভাতেও ‘খেলা হবে’ স্লোগান, বিজেপির কুৎসা উড়িয়ে ১০০% বিরোধী ঐক্য

Must read

দিল্লি দরবার সরগরম। পেগাসাস ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমনকী সংসদের অধিবেশনের মধ্যে বুধবার লোকসভায় পেগাসাস নিয়ে তদন্ত চেয়ে ‘খেলা হবে’ স্লোগানে ব্যতিব্যস্ত ছিল সরকারপক্ষ।

আরও পড়ুন: সংসদে অভিষেকের প্রশ্নবাণে বিদ্ধ কেন্দ্র

আড়ি-কাণ্ডে তদন্তের দাবিতে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় ‘খেলা হবে’ স্লোগান তোলে তৃণমূল কংগ্রেস। তাতে গলা মেলায় অন্য বিরোধীরা। এরপর এদিন বেশ কয়েকটি বিরোধী দলকে নিয়ে বৈঠক করেন রাহুল গান্ধী। সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ ছিলেন না বলে টিপ্পনি কাটে বিজেপি। পরে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘বিজেপি ভুল রটাচ্ছে। পেগাসাস ইস্যুতে একশো শতাংশ বিরোধী ঐক্য রয়েছে। বুধবারের একটি বৈঠকে যেতে না পারার সঙ্গে এসব জল্পনার কোনও সম্পর্ক নেই। এদিন আমাদের নেত্রী সংসদীয় দলের সঙ্গে বৈঠক করছিলেন। আমাদের সাংসদরা সেখানে ছিলেন। কিন্তু বিরোধী ঐক্যের ইস্যুগুলির প্রতি তৃণমূলের পূর্ণ সমর্থন রয়েছে।

আরও পড়ুন: ২০২৪-কে ‘Hope 24’ বলে আখ্যা, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর

রাহুল গান্ধী বলেন, পেগাসাস নিয়ে ইজরায়েলের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে বিস্তারিত জানাক কেন্দ্র। অবিলম্বে তদন্ত চাই। সংসদে এদিনও দুই কক্ষই ছিল তপ্ত। সভা মুলতবিও হয়। এনিয়ে বিজেপির বক্তব্যের জবাবে বিরোধীরা বলেছে, ইউপিএ জমানায় বিজেপি কতদিন নানা ইস্যুতে সংসদ অচল করেছিল, সেই তুলনা সামনে রেখে কথা বলুক ওরা। পেগাসাস ভয়ঙ্কর ইস্যু। তদন্ত চাই।

Latest article