লন্ডন, ২৮ জুন : বিশ্বকাপের সফল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে আগাম শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একই সঙ্গে প্রাক্তন তাঁর আক্ষেপ, তিনি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তখন কোভিডের জন্য বিশ্বকাপের আয়োজন হাতছাড়া হয়েছিল।
৮ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও জানিয়ে দিয়েছে আইসিসি। বুধবার সৌরভ (Sourav Ganguly) ট্যুইট করেছেন, ‘‘ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছি। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে করোনার জন্য বিশ্বকাপের আয়োজন হাতছাড়া করেছিলাম। আমি নিশ্চিত, দুর্দান্ত একটা টুর্নামেন্টের সাক্ষী থাকতে চলেছি। অসাধারণ সব ভেনুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। এতগুলো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যা বিশ্বের অনেক দেশ ভাবতেই পারবে না। বিসিসিআই এমনভাবে টুর্নামেন্ট আয়োজন করবে, যা গোটা বিশ্ব মনে রাখবে।’’
আরও পড়ুন-উল্টোরথে মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায়, তড়িদাহিত হয়ে মৃত্যু ৬জনের
২০২১ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। সেই সময় সৌরভ ছিলেন বোর্ড প্রেসিডেন্ট। কিন্তু করোনা অতিমারির জন্য বিশ্বকাপের আয়োজন করে উঠতে পারেনি বিসিসিআই। শেষ পর্যন্ত বিশ্বকাপের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রসঙ্গত, সৌরভ নিজে এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির দু’দিনের বৈঠকে যোগ দিতে। যা শেষ হয়েছে বুধবার। এই কমিটির অন্যতম সদস্য ঝুলন গোস্বামী। লর্ডসে বৈঠক শেষ হওয়ার পর সৌরভ-সহ অন্য সদস্যদের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন ঝুলন।