মোহনবাগানকে ট্রফি দিতে চান কামিন্স

Must read

প্রতিবেদন : চূড়ান্ত আগেই হয়ে গিয়েছিল। বাকি ছিল চুক্তি সই। সেটাও হয়ে গেল। কয়েক মাস আগে কাতার বিশ্বকাপ খেলে আসা স্কটিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন স্টিভেন কামিন্সের (Jason Cummings- Mohun Bagan) সঙ্গে তিন বছরের চুক্তি হল মোহনবাগানের। সবুজ-মেরুণের আক্রমণভাগে অস্ট্রেলীয় বিশ্বকাপারের সঙ্গে ইউরো খেলা আর্মান্দো সাদিকুর ভয়ঙ্কর ফরোয়ার্ড জুটি আইএসএলে বাকি দলগুলির জন্য আতঙ্কের কারণ হতে পারে।

গত বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে গোল না পেলেও অস্ট্রেলীয় স্ট্রাইকার যখন যে ক্লাবে খেলেছেন গোলের পর গোল করেছেন। কয়েক সপ্তাহ আগে ‘এ’ লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন করেছেন তাঁর দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে গত মরশুমে ৪৯ ম্যাচে করেছেন ৩০ গোল। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে তিন ম্যাচে এক গোল করেছেন কামিন্স। স্কটিশ কাপে টানা তিনটি মরশুমে ২০টিরও বেশি গোল করে পরপর তিনবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দুর্লভ রেকর্ড রয়েছে অস্ট্রেলীয় বিশ্বকাপারের।

আরও পড়ুন- এই বিশ্বকাপ মনে থাকবে সবার : সৌরভ

মোহনবাগানে (Jason Cummings- Mohun Bagan) সই করে কামিন্স বলেছেন, ‘‘আইএসএল এখন ‘এ’ লিগের ফুটবলারদের কাছে দারুণ গুরুত্ব পাচ্ছে। ভারতীয় ফুটবলে মোহনবাগান ক্লাবের একটা শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও গৌরবের ইতিহাস আছে। গত কয়েক মাসে সবুজ-মেরুন সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস টের পেয়েছি। ওদের শুভেচ্ছাবার্তায় আমার মোবাইল বক্স উপচে পড়েছে। আমি আশাবাদী আগামী তিন বছর আমি মোহনবাগানের ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এনে দিতে পারব।’’ যোগ করেন, ‘‘কোচ জুয়ান ফেরান্দো এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বুঝতে পারি, আইএসএল জিতে থেমে থাকতে চায় না তারা। এএফসি কাপের মতো আন্তর্জাতিক মঞ্চে সাফল্য চায় ক্লাব। ওদের ভাবনার সঙ্গে আমারও মিল।’’

Latest article