চিরকুট তৈরি হচ্ছে, সব সামনে আসবে : পার্থ

বুধবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে হওয়া এক দলীয় কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন পার্থ ভৌমিক।

Must read

সংবাদদাতা, বনগাঁ : ‘বিভিন্ন টিভি চ্যানেলের আলোচনা শুনলে মনে হবে, পুরো তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত। তারা টাকার বিনিময়ে সব দলের ছেলেদের চাকরি দিয়েছে। আর বাম জামানায় যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা সবাই রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগর ছিলেন। সুজন চক্রবর্তী গলার শির ফুলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাজে কথা বলেন। অথচ মোদি, অমিত শাহের বিরুদ্ধে কোনও কথা বলেন না। জানেন, করলেই সিবিআই ইডি ওঁর বাড়িতে পৌঁছে যাবে। তাই ভাবেন, বরঞ্চ আমি মোদি-অমিতকে তেল দিয়ে চলি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করি। তাতে টিভিতে মুখও দেখানো যাবে, আর মোদিজিও খুশি হবেন।’

আরও পড়ুন-কর্মীদের সার্ভিস বুক এবার ডিজিটাল হচ্ছে

বুধবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে হওয়া এক দলীয় কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন পার্থ ভৌমিক। ওঁর প্রশ্ন, সারদা যে বারুইপুরে জমি কিনেছিল, তার প্রধান কারিগর কে ছিল, সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন। বারুইপুরে যে সারদা পার্ক তৈরি হয়েছিল, সেখানে বিধায়ক কে ছিল? তাঁর পিছনে কে মদত দিয়েছিল? জিজ্ঞেস করুন ওঁর স্ত্রী কোন ডিপার্টমেন্টের, কোন পদে চাকরি করেন? তৈরি থাকুন। চিরকুট তৈরি হচ্ছে, সব সামনে আনা হবে। মানুষ সব জানতে পারবেন।’ সেচমন্ত্রী বলেন, এসএসসিতে যাঁদের চাকরি গিয়েছে তাঁদের একজনও কি বলেছে এই তৃণমূল নেতা আমাকে চাকরি দিয়েছিলেন? তাহলে সব তৃণমূল নেতার কাছের মানুষেরাই চাকরি পেত। সিপিএম ও বিজেপির লোকেরা চাকরি পেত না।

Latest article