মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল বিজেপি। শনিবার গেরুয়া দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা তিন বারের বিধায়ক দীপক জোশী। তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস জোশীর ছেলে। শনিবারই বিজেপির প্রাক্তন বিধায়ক রাধেলাল বাঘেলও কংগ্রেসে যোগ দেন। রাজনৈতিক মহলের অনুমান, মধ্যপ্রদেশেও বিজেপির অবস্থা একেবারে ভাল নয়। রাজ্যের শিবরাজ সিং চৌহান সরকারের কাজে তিতিবিরক্ত মানুষ। দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইছে না মধ্যপ্রদেশবাসী। সে কারণেই বিজেপির ডুবন্ত নৌকা ছাড়তে শুরু করেছেন দলের নেতারা। ভোট যত এগিয়ে আসবে মধ্যপ্রদেশে বিজেপি ছাড়ার হিড়িকও তত বাড়বে।
আরও পড়ুন- মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ! তৃণমূলের জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক
চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। শনিবার কংগ্রেস দফতরে প্রদেশ সভাপতি কমলনাথের উপস্থিতিতে দীপক কংগ্রেসে যোগ দেন। তার আগেই বিজেপি ছেড়ে হাত শিবিরে ভেড়েন আর এক বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাধেলাল বাঘেলও। কংগ্রেসে যোগ দিয়ে দীপক বলেন, তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁকে বাঁচাতে তিনি রাজ্য প্রশাসনের দোরে দোরে ঘুরেছেন। কিন্তু কেউ তাঁকে সহায়তা করেনি। আমার অবস্থাই যদি এ রকম হয় তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছি বিজেপিতে আর নয়।
প্রসঙ্গত, দীপক তিন বারের বিজেপি বিধায়ক। ২০০৩ সালে প্রথম বার বাগলি দেওয়াস জেলা থেকে জেতেন তিনি। তার পর ২০০৮ সালে আসন বদলে হাত পিপলিয়া আসনে দাঁড়ান।