আইএসএফ ভেঙে তৃণমূলে শতাধিক

Must read

ভাঙড়ের পটপরিবর্তন শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূল রাজ্য নেতৃত্ব ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার ওপর দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়ার পর থেকে ভাঙড়ের নেতাদের নিয়ে বৈঠক করেন সওকাত। এবার সওকাত, আরাবুল ইসলামের সভায় ভাঙড়ের শতাধিক আইএসএফ কর্মী-‌সমর্থক তৃণমূলে যোগদান করলেন। শনিবার ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় বিধায়ক সওকাত মোল্লা, আরাবুল ইসলামদের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন দলত্যাগীরা। দলত্যাগীরা মূলত পাওয়ার গ্রিড আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পাওয়ার গ্রিডের আন্দোলনকারীদের পক্ষে রাজ্য সরকার একাধিকবার বৈঠক করে। এলাকায় হিমঘর-সহ নানান পরিকাঠামোগত কাজ শুরু করেছে সরকার। আন্দোলনকারীদের দাবি মানায় অনেকেই এবার শাসক শিবিরে নাম লেখালেন। সওকাত বলেন, আগামীদিনে ভাঙড়ে তৃণমূল খুব ভাল ফল করবে। এখানকার সাধারণ মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে শাসকদলে ফিরছে। আরাবুল ইসলাম বলেন, ‘‌এরা আমাদের সঙ্গে ছিলেন। ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলনের সময় আইএসএফের সঙ্গে চলে যায়। আবার উন্নয়ন ও প্রগতির পক্ষে এলেন এঁরা।’

আরও পড়ুন- আর আস্থা নেই পদ্মে, মধ্যপ্রদেশে ‘হাত’ ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

Latest article