“পদ্মভূষণ পুরস্কারের কথা আমাকে কেউ কিছু জানায়নি যদি আমাকে পুরস্কার দেওয়ার কথা হয়ে থাকে আমি তা প্রত্যাখ্যান করছি”: পদ্মভূষণ সম্মান পাওয়ার কথা জানার পরে বিবৃতি দিয়ে এই প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)।
প্রথা মেনে সাধারণতন্ত্র দিবসের আগেরদিন মঙ্গলবার পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। বাংলায় সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। কিন্তু নাম ঘোষণার পর থেকেই কানাঘুষো ছিল সেই পুরস্কার প্রত্যাখ্যান করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয় যে, পুরস্কারের ব্যাপারে তাদের সঙ্গে কেন্দ্রের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এর কিছুক্ষণ পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।”
তবে, এর বেশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তাঁর দল সিপিআইএম-এর তরফ থেকে কারণ হিসেবে আর কিছু জানানো হয়নি। এর আগে পদ্মসম্মান প্রত্যাখ্যান করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।