ঘরছাড়া অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, হাইকোর্টে জানাল রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের ৮-৯ মাস পরেও এখনও অনেকে ঘরছাড়া বলে বিরোধীরা যে অভিযোগ করছেন তা পুরোপুরি ভিত্তিহীন বলে হাইকোর্টে জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে। এর সপক্ষে সুনির্দিষ্ট তথ্যও পেশ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukherjee)।

আরও পড়ুন – বর্তমান রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বেনজির আক্রমণ জয়প্রকাশ ও রীতেশের

ভোট পরবর্তী অশান্তি মামলার মঙ্গলবার শুনানি ছিল হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাকারীদের আইনজীবী এদিনও দাবি করেন, শতাধিক মানুষ ভয়ে এখনও ঘরে ফিরতে পারছেন না। এর প্রেক্ষিতে ঘরছাড়াদের হলফনামা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তাঁদের ব্যাপারে যাবতীয় তথ্য দিতে বলা হয়। মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি। মামলাকারীদের অভিযোগকে সম্পূর্ণ অসত্য বলে অভিহিত করে আদালতে সুনির্দিষ্ট রিপোর্টও পেশ করেন অ্যাডভোকেট জেনারেল। রিপোর্টে বলা হয়েছে, ঘরছাড়াদের তালিকায় নাম ছিল ২৪৩ জনের। ৯ জন একই অভিযোগ জানিয়েছেন দু’বার করে। বাড়ি ফিরে গিয়েছেন ১১৭ জন। যোগাযোগ করা যায়নি মোট ২২ জনের সঙ্গে। কয়েকজনের মোবাইল নম্বরে অসঙ্গতি। বাড়ি ফিরতে চাননি ৮৬ জন। মারা গিয়েছেন একজন।

অ্যাডভোকেট জেনারেলের (Soumendranath Mukherjee) বক্তব্য, অনেকেই বাইরে আছেন পড়াশোনার জন্য। তাঁরা এখন ফিরতে চাইছেন না। এদিকে ‘সিট’ এর পক্ষ থেকে এদিন আদালতে জানানো হয়েছে, তাদের হাতে থাকা সব মামলারই তদন্ত প্রায় শেষ। বাকি রয়েছে দু’টি মামলা।

Latest article