করোনায় পরীক্ষা বাতিল, বন্ধ কলেজ

ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কলেজ খোলা হবে না বলে জানানো হয়েছে।

Must read

প্রতিবেদন, জলপাইগুড়ি: করোনা-আক্রান্ত কয়েকজন পড়ুয়া। তাই পরীক্ষা বাতিল করে বন্ধ করা হল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজের দ্বিতীয় বর্ষের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে ১১ জুন থেকেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল কলেজ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ইস্কন মন্দিরের মেলায় বিশৃঙ্খলা, তীব্র গরমে মৃত্যু ৩ জনের, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কলেজ খোলা হবে না বলে জানানো হয়েছে। দিনকয়েক আগে কলেজের দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়ার জ্বর ও সর্দিকাশির উপসর্গ দেখা দেয়। একই উপসর্গ নিয়ে আরও তিনজন পড়ুয়া হাসপাতালে ভর্তি হন। দুজনের করোনা ধরা পড়ে। এতেই পড়ুয়ার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Latest article