মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে দৃষ্টান্ত গড়ল পুলিশ, দমকল ও বারাসত হাসপাতালের চিকিৎসকরা। শ্যাওড়াফুলির শুক্লা চট্টোপাধ্যায় জানান, তিনি কর্মসূত্রে বারাসতে থাকেন। তিনি বাচ্চা আনা-নেওয়ার কাজ করেন। প্রতিদিনকার মতো সোমবারও বাচ্চা নিতে এসে অসুস্থতা বোধ করেন।
আরও পড়ুন-মাঙ্কিপক্স
ডাকবাংলো মোড়ের কাছে সংস্কার চলা বাড়ির কাছে পড়ে গেলে একটি রড তাঁর মাথায় ঢুকে এফোঁড়ওফোঁড় হয়ে যায়। পথচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দমকলকে খবর দিলে তারা লোহার রড কেটে তাঁকে উদ্ধার করে। মাথায় লোহার রড নিয়েই তাঁকে বারাসত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিক্যাল টিম তৈরি করে সোমবার বিকেলে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে মাথার ভেতর থেকে লোহার রডটি বের করে। বর্তমানে প্রৌঢ়া সুস্থ বলে জানিয়েছেন বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল। মঙ্গলবার তিনি জানান, মহিলা আপাতত সুস্থ। মহিলাকে যে অবস্থায় আনা হয়েছিল তাঁকে কলকাতায় রেফার করলে তাঁর রাস্তাতেই মৃত্যু হতে পারত।