রাজ্যে আজও ভারী বৃষ্টি

মঙ্গলবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা ও মাঝারি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।

Must read

প্রতিবেদন : মঙ্গলবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা ও মাঝারি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। বুধবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্তমানে দক্ষিণবঙ্গের দিঘার ওপরে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এর জেরে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় বুধবারও বৃষ্টিপাত চলবে।

আরও পড়ুন-দৃষ্টান্ত ডাক্তারদের

দক্ষিণের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে যাওয়ার কারণে আগামী দু’-তিনদিন বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ২৭ অগাস্ট থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এবার বর্ষার শুরু থেকে বৃষ্টির ঘাটতি রয়েছে। আষাঢ়, শ্রাবণে সেই ঘাটতি থাকলেও ভাদ্রে তা মেটে কি না সেটাই দেখার। তবে বুধবার উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রির মতো বাড়তে পারে।

Latest article