ইস্টবেঙ্গলে গোলকিপার কোচ হলেন পিটারসন

শুভাশিস রায়চৌধুরী মেডিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হতে না পারায় তাঁকে এখনও সই করানো যায়নি। গোলকিপারদের তৈরি করাই চ্যালেঞ্জ নতুন কোচের।

Must read

প্রতিবেদন : অস্ট্রেলিয়ার প্রাক্তন ফুটবলার অ্যান্ড্রু কিথ পিটারসনকে গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল। ৫২ বছরের অস্ট্রেলীয় এর আগে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে গোলকিপিং কোচের দায়িত্ব সামলেছেন। নিজে দেশের নামী গোলকিপার ছিলেন। খেলেছেন পোর্টসমাউথ, নিউক্যাসেল জেটস, ব্রাইটন, ব্র্যাডফোর্ড সিটির মতো প্রিমিয়ার লিগ ক্লাবে। মঙ্গলবার মাঝরাতে তিনি শহরে পৌঁছে গেলেন। বুধবার বিকেলে তিনি দলের অনুশীলনে থাকতে পারেন। গোলকিপার নিয়ে সমস্যায় রয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-রাজ্যে আজও ভারী বৃষ্টি

তাই তড়িঘড়ি সোমবার এফসি গোয়া থেকে সই করানো হয়েছে গোলকিপার নবীন কুমারকে। পবন কুমার আবার অসুস্থতার জন্য কয়েকদিন ধরে অনুশীলন করছেন না। কমলজিৎই একমাত্র ফিট কিপার দলে। শুভাশিস রায়চৌধুরী মেডিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হতে না পারায় তাঁকে এখনও সই করানো যায়নি। গোলকিপারদের তৈরি করাই চ্যালেঞ্জ নতুন কোচের।

আরও পড়ুন-দৃষ্টান্ত ডাক্তারদের

অল্প দিন অনুশীলন করেও প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে খুশি কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। ডুরান্ডের বাকি ম্যাচগুলিতে নতুন বিদেশিদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দলের বাকিদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করবেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। এদিকে, নির্বাচনের পর ভারতীয় ফুটবল প্রশাসনে নতুন যাঁরা আসবেন তাঁদের কাছে বার্তা দিল ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের পর ক্লাবের তরফে বার্তা দেওয়া হয়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলা তথা ভারতের প্রাক্তন ফুটবলাররা প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। তাঁদের উপযুক্ত সম্মান জানানোর আবেদন করছেন ক্লাব কর্তারা।

Latest article