সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদে চোলাই কারবার বন্ধে আবগারি দফতর লাগাতার অভিযান চালাচ্ছে। গত তিন সপ্তাহে প্রতিদিন একাধিক এলাকায় চোলাইয়ের ভাটির পাশাপাশি কারবারিদের বাড়িতে ও ঠেকে অভিযান চালানো হচ্ছে। আবগারি দফতরের এই সক্রিয় ভূমিকায় জেলায় চোলাই-কারবার পুরোপুরি বন্ধের মুখে। ধরা পড়ার ভয়ে অনেক কারবারি ব্যবসা বন্ধ রেখে গা-ঢাকা দিয়েছে।
আরও পড়ুন-অনাবৃষ্টির জেরে কৃষিবিমার সময়সীমা বাড়ল ১৫ দিন
ব্লকের ১০টি অঞ্চলে ফাঁকা মাঠ, ঝোপঝাড়, পুকুরের পাড় থেকে পরিত্যক্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো চোলাইয়ের ভাটি গজিয়ে উঠেছিল। অভিযান চালানোয় খুশি গ্রামের মানুষ। ধারাবাহিক অভিযানে সাড়ে তিন হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশলা অঞ্চলে অভিযান চালিয়ে সাত কারবারিকে গ্রেফতার এবং বেশ কয়েকটি ভাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১৫০ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নবগ্রাম আবগারি ওসি পীযূষ পাল বলেন, নবগ্রামে চোলাই কারবার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। পঞ্চাশটির বেশি চোলাইয়ের ভাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার ১৪ জন।