সংবাদদাতা, হুগলি : শুধুমাত্র নাগরিক পরিষেবা দেওয়াই নয়, শহরের কৃষ্টি, সংস্কৃতি, বিশিষ্ট মানুষদের জীবনকাহিনি তুলে ধরাও কাউন্সিলরদের কর্তব্যের মধ্যে পড়ে। এমনই বলছেন, উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব। আগামী ২৫ জানুয়ারি বাংলার নবজাগরণের অন্যতম পথ প্রদর্শক মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। তার আগে উত্তরপাড়া পুরসভার উদ্যোগে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় সোমবার। মাত্র ৪৯ বছর বয়সে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়। তাঁর জীবনের শেষ সময়টা কেটেছে উত্তরপাড়ার বিখ্যাত জয়কৃষ্ণ লাইব্রেরিতে, এটা একটা গর্বের বিষয়।
আরও পড়ুন-নামেই বামঘাঁটি, জেএনইউতে বিনা বাধায় রামের অনুষ্ঠান, বাম ছাত্রনেতাদের ভূমিকা ঘিরে প্রশ্ন
তাই কবির ২০০তম জন্মদিন বিশেষ মর্যাদার সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপাড়া পুরসভা। এই প্রদর্শনীতে মাইকেলের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই প্রচুর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ভিড় জমিয়েছিলেন নেতাজি ভবনে। তাঁর রচিত বিভিন্ন গ্রন্থাবলি যেমন পড়া হয়েছে তেমনই তাঁর জীবনের কাহিনিতে মোড়া পোস্টারগুলোও তাঁরা খুঁটিয়ে দেখেছেন। প্রদর্শনীতে আসা এক শিক্ষিকা বন্দনা সরকার জানান, এটা অত্যন্ত আনন্দের বিষয় পুরসভা যে উদ্যােগ নিয়েছে তাতে ভবিষ্যৎ প্রজন্ম মাইকেল মধুসূদন দত্তের কথা আরও বিস্তারিত ভাবে জানতে পারবে।