সংবাদদাতা, আসানসোল : বাবুল সুপ্রিয়কে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। বিজেপিতে থাকাকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেও কার্যত তাঁর হাতে কোনও ক্ষমতাই ছিল না। ফলে ইচ্ছা থাকলেও আসানসোলের জন্য তেমন কিছুই করে উঠতে পারেননি। এবার তাঁকে যে দুটি দফতরের মন্ত্রী করা হয়েছে, সেই তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রকের মাধ্যমে বিশেষত আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-উপাচার্যের দ্বিচারিতা, প্রশ্ন পরিবেশবিদের
আসানসোলের সিদাবাড়ি গ্রামটি দত্তক নেওয়া সত্ত্বেও গেরুয়া শিবির কোনও উন্নয়নই করতে পারেনি। বুধবার বাবুল রাজ্য মন্ত্রিসভায় যোগ দিতেই সিদাবাড়ি গ্রামের মানুষের প্রত্যাশা তুঙ্গে। কুমারপুরে একটি উড়ালপুলের শিলান্যাস করেছিলেন বাবুল। সেটি ঠান্ডাঘরে পাঠিয়েছে কেন্দ্র। এটি এবার বাস্তবায়িত হবে বলে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। দুর্গাপুরের তথ্যপ্রযুক্তি পার্কটিতে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা এসেছে। সম্ভাবনাময় এই শিল্পক্ষেত্রেও নতুন করে বিপুল বিনিয়োগের আশা। সবার বক্তব্য, বাবুল সুপ্রিয় অত্যন্ত দক্ষ। তাঁর ব্যক্তিগত পরিচিতি রয়েছে। ফলে পর্যটন এবার গতিময় হবে।