মিতা নন্দী, ঝাড়গ্রাম : অজানা জন্তুর একাধিক পায়ের ছাপ ফের পাওয়া গেল লালগড়ে। বন বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে মাপজোক করলেন ওই পায়ের ছাপের। প্লাস্টার অফ প্যারিস দিয়ে দু’-একটির ছাঁচও তুললেন। লালগড়ের কুমিরকাতা গ্রাম সংলগ্ন বাঁধের ভেজা মাটির রাস্তায় পাওয়া গিয়েছে অজানা জন্তুর পায়ের বেশ কিছু ছাপ।
আরও পড়ুন-মাটির সৃষ্টি–র উচ্ছ্বসিত প্রশংসা কেন্দ্রীয় দলের
এছাড়া লক্ষ্মণপুরের জঙ্গলপথের একাধিক জায়গায় পাওয়া গিয়েছে ওই ধরনের ছাপ। গত ২–৩ দিন ধরেই অজানা এই পায়ের ছাপ ঘিরে লালগড়ে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার ফের পায়ের একাধিক ছাপ দেখে লালগড় ফরেস্ট রেঞ্জ অফিসে খবর দেন গ্রামবাসীরা। দু’জন বিট অফিসারের নেতৃত্বে কয়েকজন বন বিশেষজ্ঞ কুমিরকাতা ও লক্ষ্মণপুরের ঘটনাস্থলে যান। গ্রামবাসীরা জানান, ২০১৮–র ফেব্রুয়ারি মাসের শেষদিকে এই কুমিরকাতা সেচবাঁধের ভেজা রাস্তায় প্রথম রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন-টিকা গবেষণায় ১০০ কোটির প্রতিশ্রুতি বাস্তবে শূন্য! ফাঁস আরটিআইয়ের তথ্যে
প্রথমে বাঘের নয় বলে মনে হলেও, পরে ধরা পড়ে ওটা বাঘেরই। এদিন বন বিভাগের বিশেষজ্ঞরা দীর্ঘক্ষণ পুরো এলাকা ঘুরে দেখেন। এই ঘটনার পর জঙ্গলনির্ভর লক্ষ্মণপুর, কুমিরকাতা, হাতিলোট ইত্যাদি গ্রামের মানুষ জঙ্গলে গরু–ছাগল চরাতে যেতে ভয় পাচ্ছেন। ছাতু বা জ্বালানির শুকনো গাছের ডালপাতাও আনতে পারছেন না।